১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:১৬

সাবেক প্রতিমন্ত্রীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে গিয়ে গ্রেফতার দুই আ.লীগ নেতা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬

  • শেয়ার করুন

পাবনা প্রতিনিধি ঃ

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নেওয়া দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন। তারা দুজনই অধ্যাপক আবু সাইয়িদের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে কাজ শেষে বের হওয়ার সময় কার্যালয়ের প্রধান ফটক থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, সাঁথিয়া থানার একটি নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা ডিবি হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এবং বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ১/১১ পরবর্তী সময়ে ‘সংস্কারপন্থী’ হিসেবে চিহ্নিত হওয়ায় তিনি আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন। এরপর তিনি ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এবারের নির্বাচনেও তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

  • শেয়ার করুন