১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:১১

ডেমড়া, যাত্রাবাড়ি,মুগদা থানা এলাকায় ব্যবসায়িরা সিলিন্ডার গ্যাসের মহাসংকট দেখাইয়া চরা মুল্যে বিক্রি করছে !

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ

বাংলাদেশে বসুন্ধরা, ওমেরা, যমুনা, সেনা, বেক্সিমকো, টোটালগ্যাস, বিএম, জি-গ্যাস এবং লাফার্জ ও পেট্রোম্যাক্স এলপিজিসহ বেশ কয়েকটি জনপ্রিয় কোম্পানির এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হয়।  এ ছাড়াও আই গ্যাস নামে আর একটি  গ্যাস বাজারে পাওয়া য়ায় । এগুলোর মধ্যে ১০ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ২২, ৩৫  ও ৪৫ কেজির সিলিন্ডার বেশি প্রচলিত। এছাড়া সরকার অনুমোদিত বিভিন্ন পরিবেশক ও ডিলারের মাধ্যমে এই গ্যাস সুলভে পাওয়া যায় বলা হয়েছে ্ কিন্তু  গত ১ মাস যাবৎ ডেমড়া, যাত্রাবাড়ি,মুগদা থানা এলাকায় সিলিন্ডার  গ্যাসের মহা সংকট দেখা গেছে।  লাইনের গ্যাস প্রায় গত এক বছর এইসব এলাকায় নেই । এরপর সকল মানুষের বর্ষা ছিল সিলিন্ডার গ্যাসের উপর।  বর্তমানে এই গ্যাস নিয়ে ডিলারগন রীতিমত জালিয়াতি প্রতারনা  শুরু করেছে।  গত একমাস যাবৎ নয় ছয় করছে । আজ আছেতো কাল নেই । মুল্য  হঠাৎ বেশি আবার একটু কম ।  মানুষ প্রতিবাদ করলে বলে থাকেন  গ্যাস পাওয়া যায় না। ব্যবসায়িরা অতিরিক্ত  ব্যবসা করছে মনে হয় ।  তবুও মানুষ নিরবে  অন্যায় মেনে নিয়ে  চুপ করে ছিল । কিন্তু কয়েক দিন যাবৎ বাজারে বাজারে উপরে উল্লেখিত ১০ টি কোম্পানির কোন গ্যাস সিলিন্ডার  নাই বলেই দোকান মালিকগন জানান।  গ্যাস কিছু কিছু দোকানে গ্যাস পাওয়া যায়  ““ আই “”গ্যাস নামে একটা । তার ১২ কেজি  মুল্যে ১৫/১৬শত টাকা । সারে ১৪ টাকার বেক্সিমকো ১২ কেজি ১৮ থেকে ২২ শ টাকায় বিক্রি করছে । আবার অনেক দোকানিরা বলছে গ্যাস নাই।  মানুষ এখন কোথায় যাবে।  কর্তৃপক্ষ  তারা কি এসব নজরে  নিচ্ছেন না  নিচ্ছেন না। হাজার হাজার মানুষ এখন এই বৈরী আবহাওয়ার মাঝে মহাবিপদে পরে আছে। ব্যবসায়িদের প্রতারনা না ডিলারদের তা ক্ষতিয়ে দেখার জন্য  সংশ্লিষ্ট দপ্তরের কাছে সাধারন মানুষের  দাবী ।

 

  • শেয়ার করুন