প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫
ক্রীড়া ডেস্ক: শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক জয় পাওয়া লঙ্কার এবার পেয়েছে দুঃসংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পুরো দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
রোববার (৩১ আগস্ট) এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই শাস্তির কথা জানিয়েছে।
আইসিসি’র বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম বল করেছে শ্রীলঙ্কা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা তার দলের এই ভুল স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। প্রথম ম্যাচে দারুণ জয় পেয়ে শ্রীলঙ্কার লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।
হারারেতে অনুষ্ঠিত রোমাঞ্চকর প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ৭ রানে জয় পায়। ২৯৮ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়েকে ২৯১ রানে থামিয়ে দেয় লঙ্কানরা। যার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দিলশান মাদুশাঙ্কার। শেষ ওভারে স্বাগতিকদের যখন ১০ রান দরকার ছিল, তখন দুর্দান্ত বোলিং করে ৯২ রান করা সিকান্দার রাজাসহ প্রথম তিন বলে হ্যাটট্রিক তুলে নেন তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার অষ্টম বোলার হিসেবে এই কীর্তি গড়েন মাদুশাঙ্কা।