প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক: আগ্রাসন চালানোর পর ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েছে মন্ত্রিপরিষদ ভবনে আগুন ধরে গেছে। ভয়াবহ সেই অগ্নিশিখা গ্রাস করেছে ভবনটির বৃহৎ অংশ। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে আছে একজন মা ও তার শিশু। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিপরিষদ ভবনের ছাদ ও ওপরের কয়েকটি তলা ‘শত্রুর আক্রমণে’ পুড়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা করা থেকে বিরত ছিল রাশিয়া।
তবে এবার মন্ত্রিপরিষদ ভবনে হামলা নতুন ধাক্কা হয়ে এসেছে।
বিশ্লেষকদের মতে, এটি একটি প্রতীকী আঘাত। এর মাধ্যমে রাশিয়া স্পষ্ট করে দিচ্ছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি নিয়ে কথাবার্তা আসলে কেবল লোক দেখানো।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া এবার রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে—যার সংখ্যা ৮০০-এর বেশি।
এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক মহলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘এমন হত্যাযজ্ঞের বিষয়ে অনেক আগে থেকেই কূটনীতির সূচনা হতে পারত, এটি একটি ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা।’