প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ, বদলি, পদোন্নতি, টেন্ডার এবং কেনাকাটাসহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অধিদপ্তরটিতে অভিযান পরিচালনা করেছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে বলে জানিয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের ক্ষেত্রসমূহঃ
নিয়োগ ও বদলি বাণিজ্য:নিয়োগ, বদলি ও পদায়নে অনিয়মের অভিযোগ করা হয়েছে, যেখানে অনেক সময় টাকা-পয়সার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। নিয়োগের বেলায় নির্ধারীত বয়ষ উল্লেখ থাকে কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময় বয়স সিথিল করেও নিয়োগ দেয়া হয় । কারন নিয়োগকৃতদের কাগজপত্র আলাদা কোন দপ্তর পরিক্ষা নীরিক্ষা করে না ।এর ফলে যা ইচ্ছা তা ফায়ারের নিয়োগে করে থাকেন ফায়ারের নিয়োগ কমিটি ।
টেন্ডারবাজি:টেন্ডার নিয়ন্ত্রণ এবং কোটি কোটি টাকার লেনদেনের মাধ্যমে অনিয়ম করার অভিযোগ রয়েছে।
মানি লন্ডারিং:বিভিন্নভাবে টাকা আত্মসাৎ ও বিদেশে টাকা পাচারের অভিযোগও উঠেছে।
পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর:অভিযোগ উঠেছে যে প্রতিষ্ঠানটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে এবং দুই ভাইকে দিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে।
দুদকের অভিযান :গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
তদন্ত কমিটি:এসব দুর্নীতির তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগ:দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছেবলে জানা যায়।