৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:০৬

ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে পথচারী এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- পশ্চিম বড়ালী গ্রামের হোসেনের ছেলে মো. আরাফাত হোসেন (১৭) ও কাছিয়ারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে শিহাব হোসেন (১৭)।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় এজহার দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, দারিদ্র্যতার কারণে তার ১৪ বছরের কিশোরী ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতে এক আত্মীয়ের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পোঁছালে ভুক্তভোগীকে অভিযুক্ত একদল কিশোর প্রথমে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়। পরে পাশের কাছিয়াড়া গ্রামে নদীপাড়ে এলাকায় একটি বাগানে নিয়ে আবারো ধর্ষণচেষ্টা করে।

এসময় ভুক্তভোগী কিশোরী ডাকচিৎকার শুরু করে।একপর্যায়ে অভিযুক্তরা পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনার শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। এরইমধ্যে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

  • শেয়ার করুন