১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:২৯

এসএ টোয়েন্টির নিলামে একঝাঁক বাংলাদেশি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক: আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটি-২০ এর নিলাম। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ৭৮২ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৪৫৪ জন। আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ৩২৮ জন।

নিলামে নাম দিয়েছেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার৷ তবে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কারোর নাম এখনো জানা যায়নি। ২০২৪ সালে টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া এই তারকা নাম দিয়েছেন নিলামে। বাংলাদেশের পাশাপাশি ইংল্যান্ডের ১৫৩, ওয়েস্ট ইন্ডিজে ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে আছেন ১১ জন করে ক্রিকেটার।

একজন করে ক্রিকেটার আছেন কম্বোডিয়া, জার্মানি, উগান্ডা ও মালয়েশিয়ার। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার নিবন্ধন করেছেন। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা, নেপালের আছেন তিনজন করে ক্রিকেটার।

নিলামে নাম দিয়েছেন ৪৩ বছর বয়সী জেমস অ্যান্ডারসন। নিলামের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ৪৬ বছর বয়সী ইমরান তাহির। নিলামে উঠবেন মার্টিন গাপটিল, জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহীশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলসরা। প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিডিসহ আরো অনেকে নিলামে উঠবেন।

নিলামে একজন ওয়াইল্ডকার্ড খেলোয়াড় নিতে পারবে দলগুলো। চাইলে সাউথ আফ্রিকার কিংবা বিদেশি ক্রিকেটারও নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই ক্রিকেটারের পারিশ্রমিক অবশ্য স্যালারি ক্যাপে যুক্ত হবে না। চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে এসএটি-২০ এর এবারের আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে।

 

  • শেয়ার করুন