প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫
হিডেন নিউজ: নারায়ণগঞ্জের গিয়াস উদ্দিন চৌধুরী ও তার ছেলে রিয়াজ উদ্দিনের জমি দখল ও চাঁদাবাজির বিচার চাহিয়া জুলহাস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নারায়নগঞ্জ সদরের ১৮ নম্বর ওয়ার্ড শহীদনগর ডিয়ার কড়ইতলা বিক্রমপুর সোসাইটির অন্তর্ভুক্ত এলাকার ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, মুন্সীগঞ্জ জেলার পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ মুসলিম ও হিন্দু পরিবার যৌথভাবে ‘বিক্রমপুর সোসাইটি’ গড়ে তোলে। এ জমির রেজিস্ট্রি পাওয়ার নেওয়ার পর পরিবারগুলো নিজ নিজ প্লটে বসবাস ও নির্মাণকাজ চালিয়ে আসছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ জুলাই বিকেলে স্থানীয় প্রভাবশালী গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রিয়াজ উদ্দিন চৌধুরী ২০-২৫ জন সহযোগী নিয়ে বিক্রমপুর সোসাইটিতে প্রবেশ করেন। তিনি ভুক্তভোগীদের কাছে ২ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি সোসাইটির বিভিন্ন প্লটে জোরপূর্বক ‘বায়নাপত্রের সাইনবোর্ড’ ঝুলিয়ে দেন, অফিসে তালা মেরে দেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এ ঘটনায় তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) অফিসেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জুলহাস চেয়ারম্যান ও শহীদ রেজাসহ জমির একাধীক মালিকরা বলেন বিক্রমপুর সোসাইটির জমি থেকে অবৈধভাবে টাঙানো সাইনবোর্ড অপসারণ, চাঁদাবাজি ও প্রাননাসের হুমকিদাতা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাস হ সকল জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীগন গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।