প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫
হিডেন নিউজঃ জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
৭ জুলাই ২০২৫ গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের স্বপ্ন কোনোদিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এমন সুযোগ শতাব্দীতে একবারই আসে। জুলাই শহীদরা জীবন দেয়ার জন্য এগিয়ে না আসলে এই অন্ধকার সময় এক শতাব্দীতেও কাটতে পারতো না। তারা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ। তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়েছে। বিশেষ করে চানখারপুলে ৫ আগস্ট যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারের চার্জ গঠনের আদেশ হবে আগামী ১৪ জুলাই। এরপর ৫ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। যারা নির্বিচারে পাখির মতো মানুষ মেরেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার দৃষ্টান্তমূলক হবে।
কিন্তু আমরা কি দেখছি এই বিচার কাজ শেষ হওয়ার আগেইতো লীগের দোষররা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মাথায় আঘাত করেছে যাতে সে মরে যায় কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন তবে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, চোখে রক্তজমাট বেঁধেছে নাক ও চোয়ালের হাড় ভেঙ্গে দিয়েছে ।
চিকিৎসকরা বলছেন, এখনও তিনি শঙ্কামুক্ত না। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ সচেতন নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে নিন্দার ঝড়। অনেকে বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বেশ কয়েকবার হামলার শিকার হন নুর। গত বছরের ৫ আগস্টের পর সরকার বদলেছে, তবু নুরের ওপর এমন হামলা ন্যাক্কারজনক ঘটনা।এর সঠিক তদন্ত ও ন্যায় বিচার চান দেশের সকল শ্রেনীর মানুষ।