১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:৩৪

শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে দুদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে দুদক।

দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ থেকে ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাতের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজার আট প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও ছয়টি মামলায় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে।

এ ছাড়া রাষ্ট্রীয় কোষাগারের ৪ হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও ভাস্কর্য নির্মাণ, পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দসহ বিভিন্ন অভিযোগে পৃথক তদন্ত ও মামলার মুখে পড়েছেন হাসিনা ও তার পরিবারের একাধিক সদস্য। কোনো কাজ না করে প্রকল্পের ৩১৫ কোটি টাকা লোপাট ও সরকারি আট প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধেও চলছে অনুসন্ধান।

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিগত সরকারের ৪১ জন মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান চলছে দুদকে। এর অংশ হিসেবে ১৬টি মামলা হয়েছে এবং তিনজনের সম্পদ বিবরণী জারি হয়েছে। এ অনুসন্ধান ও তদন্তের আওতায় আছেন হাসানুল হক ইনু, শেখ হেলাল উদ্দিন, আনিসুল হক, দীপু মনি, টিপু মুনশি, গোলাম দস্তগীর গাজী, শেখ সালাহ উদ্দিন জুয়েল, জাহিদ মালিক, নসরুল হামিদ বিপু, খালিদ মাহমুদ চৌধুরী, মেহের আফরোজ চুমকি, স্বপন ভট্টাচার্য্য, আবু সাঈদ আল মাহমুদ, শেখ তন্ময়ের মতো প্রভাবশালী সাবেক মন্ত্রী-এমপিরা। তাদের বিরুদ্ধে পৃথকভাবে নানা অভিযোগে আরও একাধিক তদন্ত ও অনুসন্ধান চলমান।

 

  • শেয়ার করুন