প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫
হিডেন নিউজঃ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার বিকেলে ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একাধীক মামলা রয়েছে।