প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
নগদ’ লিমিটেড থেকে প্রতারণা করে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের এমডি তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা ও রিপোর্টের মাধ্যমে ২০২১ সালের ১ মার্চ থেকে গত ১৭ নভেম্বর পর্যন্ত সময়ে এ অর্থ আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ফিজিক্যাল মানির স্থিতি চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকার বেশি ই-মানি ইস্যু করে ওই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ড করে আত্মসাৎ করা হয়।
বাকি আসামিরা হলেন– নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক সাফায়েত আলম, প্রতিষ্ঠানের এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ট্রেজারি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার এবং নমিনি পরিচালক মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার আবু রায়হান, হেড অব ফাইন্যান্স আপারেশন রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।