১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:৩০

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণা মামলা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: আইনি জটিলতায় পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দুই তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে ভারতের রাজস্থানে ভরতপুর। মামলায় একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার ছয় কর্মকর্তার নামও রয়েছে।

হুন্দাই আলকাজার গাড়ি সংক্রান্ত এক প্রতারণা মামলায় এই দুই বলিউড তারকা ছাড়াও হুন্দাই মোটরের ছয়জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে। মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে কীর্তি সিং হুন্দাই আলকাজার গাড়িটি কিনেছিলেন। তিনি দাবি করেন, গাড়িটি ছিল ত্রুটিপূর্ণ এবং ইচ্ছাকৃতভাবেই ত্রুটিযুক্ত গাড়ি বিক্রি করে তাকে প্রতারিত করা হয়েছে। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও গাড়ির সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি। তিনি জানান, ‘এটি আমার পরিবারকে জীবনের ঝুঁকিতে ফেলেছে।’

কীর্তি সিংয়ের অভিযোগ, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির ত্রুটিপূর্ণ গাড়ির প্রচার ও ব্র্যান্ডিংয়ে অংশ নিয়েছেন। এই কারণে তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। অন্যদিকে ২০২৩ সালে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন দীপিকা।

কীর্তি সিং জালিয়াতির বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ করেছিলেন। এরপর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর নির্দেশে, মথুরা গেট থানায় একটি আবেদনের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কীর্তি সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে

  • শেয়ার করুন