প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫
বিনোদন ডেস্ক: জন্মদিনের কয়েক সপ্তাহ পর হঠাৎ এক ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা। নিজের পরিবারের প্রসঙ্গ টেনে এক পোস্ট দিয়েছেন তিনি; তাতে অনেকের ধারণা, এই তারকা পরিবারের ভেতরে চলছে অশান্তি।
সপ্তাহ দুই আগে জন্মদিন কাটিয়েছেন ত্রিশলা। এর কিছুদিন পরেই সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট!
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্ড শেয়ার করেন সঞ্জয় কন্যা। তাতে লেখা ছিলো, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘোরে। নিজের মানসিক শান্তি রক্ষা করা সবার অধিকার। চাইলে যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়াও যায়। পরিবারের মান রাখার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই আগে।’
এই কয়েকটি বাক্যেই তোলপাড় নেটদুনিয়া। কেউ বলছেন- এ যেন পরিবারের অন্দরের ঝড়েরই ইঙ্গিত। কেউ আবার মন্তব্য করছেন, এটা হয়তো কেবলই এক ‘সেল্ফ হিলিং’ বার্তা।
সঞ্জয় কন্যার এই পোস্টটির স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। নেটিজেনদের প্রশ্ন, সরাসরি ‘পরিবার’ বলে কি তবে বাবাকেই নিশানা করলেন সঞ্জয়-কন্যা?
সেই পোস্টে আরও উল্লেখ ছিলো, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়। যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবনে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। তারা জন্ম দিয়ে বড় করে তুললেও আপনজন হয়ে যান না।’
উল্লেখ্য, ২৯ জুলাই ৬৬ বছরে পা দেন সঞ্জয় দত্ত। সেদিন মেয়ে ত্রিশলা শুভেচ্ছা জানিয়েছিলেন। আবার ১০ আগস্ট মেয়ের জন্মদিনেও শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা।
ত্রিশলা দত্ত সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে। ১৯৯৬ সালে মস্তিষ্কে টিউমারের কারণে সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়। তাদেরই একমাত্র কন্যা এই ত্রিশলা, মায়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে নানা-নানির কাছে বড় হয়েছেন তিনি। বলিউডের চকমকে দুনিয়া থেকে খানিকটা দূরেই থাকতে ভালবাসেন তিনি। বর্তমানে নিউ ইয়র্কে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন এই স্টারকিড।
এদিকে সঞ্জয়ের বর্তমান সংসারে আছেন স্ত্রী মান্যতা দত্ত ও যমজ সন্তান শাহরান ও ইকরা। প্রথম সংসারের কন্যা ত্রিশলার সঙ্গে তার দূরত্বের গল্প নতুন নয়, তবে এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের আলোচনার কেন্দ্রে সঞ্জয় পরিবার।