১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:৪৯

৯ সেপ্টেম্বর পর্যন্ত অনার্সে ভর্তির রিলিজ স্লিপের আবেদন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫

  • শেয়ার করুন

হিডেননিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়ায় রিলিজ স্লিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৮ আগস্ট বিকেল ৪টা থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। যারা মূল মেধাতালিকায় স্থান পেতে পারেননি বা ভর্তি হতে পারেননি, তাদের জন্য এটি একটি নতুন আশার আলো।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও মেধাতালিকায় স্থান পাননি, অথবা মেধাতালিকায় স্থান পেলেও ভর্তি হননি, কিংবা ১ম/২য়/কোটা মেধাতালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন—তাদের জন্য প্রথম রিলিজ স্লিপে আবেদন করা বাধ্যতামূলক।

এ ছাড়া যারা বর্তমানে ১ম, ২য় বা কোটার মেধাতালিকায় ভর্তি আছেন, কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে চান, তাদের ৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের প্রসপেক্টাস বা ইমপরট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে।

আবেদনের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনের Honours Login লিংকে প্রবেশ করতে হবে। Application ID ও পিন এন্ট্রি দেওয়ার পর আবেদনকারীর নামসহ প্রাসঙ্গিক তথ্য প্রদর্শিত হবে। এরপর বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে। আবেদনকারীকে নিজের ভর্তি-যোগ্য বিষয়ের তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শেষে শিক্ষার্থীদের রিলিজ স্লিপের আবেদন ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ আকারে সংরক্ষণ করতে হবে। তবে এ ফরম কোনো কলেজে জমা দিতে হবে না, কোনো ফি প্রদান করতে হবে না এবং অনলাইনে নিশ্চয়ন করারও প্রয়োজন নেই।

তবে যদি কোনো শিক্ষার্থী আবেদন ফরমে কলেজ বা কোর্সের পছন্দ পরিবর্তন করতে চান, তাহলে নির্দিষ্ট লিঙ্কে রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে Form Cancel অপশন ব্যবহার করা যাবে। এ সময় Click to Generate the Security Key অপশনে ক্লিক করলে প্রার্থীর ব্যক্তিগত মোবাইল ও ই-মেইলে OTP পাঠানো হবে। সেই OTP দিয়ে আবেদন ফরম বাতিল করে পুনরায় নতুন ফরম পূরণ করার সুযোগ থাকবে।

 

  • শেয়ার করুন