৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৫৯

হাসিনা ও রেহানার ক্যাশিয়ার টিটু নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ফখরুলের শেল্টারে

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫

  • শেয়ার করুন

আসলে দেশ কোন পথে যাচ্ছে ?

ছবিগুলোতে লাল বৃত্ত চিহ্নিত যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম মুনতাকিম আশরাফ টিটু। এই টিটু নোয়াখালী আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলামের জামাতা। টিটু চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারতের মদদপুষ্ট টিটু; আওয়ামী লীগে নিজের অবস্থান করে নেন।

জানা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন ফুট-সোলজার হিসাবে কাজ করতেন এই টিটু। ২০২৪ এর ডামি নির্বাচনে শেখ হাসিনার নির্দেশে ঈগল মার্কায় নির্বাচন করেছিল এই টিটু। হাসিনার আমলে এই টিটুকে FBCCI এর সহ-সভাপতি বানানো হয়েছিল। টিটু সালমান এফ রহমানের ঘনিষ্ট হিসেবেই পরিচিত ছিল।

টিটু মূলত কাগজে-কলমে কোল্ডস্টোরেজ ব্যবসা করলেও; দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, হাসিনা ও রেহানার ক্যাশিয়ার হিসেবে ভূমিকা রেখেছিলো। তার মূল কাজ ছিলো বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাজ নিজেদের পরিচিত ব্যবসায়ীদের পাইয়ে দিয়ে; সেখান থেকে মোটা অংকের কমিশন বানিজ্য করা। সেই টাকার ভাগ সরাসরি চলে যেত হাসিনা এবং রেহানার কাছে। এভাবেই হাসিনা এবং রেহানার আস্থাভাজন হয়ে উঠে টিটু।

নোয়াখালী – ৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ফখরুল ইসলামের ধানমন্ডির বাসায় বর্তমানে নিরাপদ আশ্রয়ে আছে টিটু। এস আলমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দেয়ার পর থেকেই, তুমুল বিতর্ক চলছে। শ্বশুর হিসেবে ফখরুল ইসলাম আওয়ামী দোসরকে শেল্টার দিয়ে; নিজের কলংকিত অতীতকেই স্মরণ করিয়ে দিচ্ছেন।আওয়ামী আমলে এস আলম গ্রূপ থেকে নানাবিধ সুবিধা নিয়ে চলা ফখরুল ইসলাম এখন শেল্টার দিচ্ছেন হাসিনা এবং রেহানার ক্যাশিয়ার টিটুকে ! এ ব্যাপারে বিএনপির হাই-কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।

নাজমুস সাকিব,এর ফেইজবুক থেকে নেওয়া।

ডিসেম্বর, ২০২৫

 

  • শেয়ার করুন