প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫

আসলে দেশ কোন পথে যাচ্ছে ?
ছবিগুলোতে লাল বৃত্ত চিহ্নিত যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম মুনতাকিম আশরাফ টিটু। এই টিটু নোয়াখালী – ৫ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলামের জামাতা। টিটু চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারতের মদদপুষ্ট টিটু; আওয়ামী লীগে নিজের অবস্থান করে নেন।
জানা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন ফুট-সোলজার হিসাবে কাজ করতেন এই টিটু। ২০২৪ এর ডামি নির্বাচনে শেখ হাসিনার নির্দেশে ঈগল মার্কায় নির্বাচন করেছিল এই টিটু। হাসিনার আমলে এই টিটুকে FBCCI এর সহ-সভাপতি বানানো হয়েছিল। টিটু সালমান এফ রহমানের ঘনিষ্ট হিসেবেই পরিচিত ছিল।
টিটু মূলত কাগজে-কলমে কোল্ডস্টোরেজ ব্যবসা করলেও; দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, হাসিনা ও রেহানার ক্যাশিয়ার হিসেবে ভূমিকা রেখেছিলো। তার মূল কাজ ছিলো বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কাজ নিজেদের পরিচিত ব্যবসায়ীদের পাইয়ে দিয়ে; সেখান থেকে মোটা অংকের কমিশন বানিজ্য করা। সেই টাকার ভাগ সরাসরি চলে যেত হাসিনা এবং রেহানার কাছে। এভাবেই হাসিনা এবং রেহানার আস্থাভাজন হয়ে উঠে টিটু।
নোয়াখালী – ৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ফখরুল ইসলামের ধানমন্ডির বাসায় বর্তমানে নিরাপদ আশ্রয়ে আছে টিটু। এস আলমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত এই ফখরুল ইসলামকে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দেয়ার পর থেকেই, তুমুল বিতর্ক চলছে। শ্বশুর হিসেবে ফখরুল ইসলাম আওয়ামী দোসরকে শেল্টার দিয়ে; নিজের কলংকিত অতীতকেই স্মরণ করিয়ে দিচ্ছেন।আওয়ামী আমলে এস আলম গ্রূপ থেকে নানাবিধ সুবিধা নিয়ে চলা ফখরুল ইসলাম এখন শেল্টার দিচ্ছেন হাসিনা এবং রেহানার ক্যাশিয়ার টিটুকে ! এ ব্যাপারে বিএনপির হাই-কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।
নাজমুস সাকিব,এর ফেইজবুক থেকে নেওয়া।
৮ ডিসেম্বর, ২০২৫