৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৪২

জনগনের প্রত্যাশার বিপক্ষে ও সংস্কারে বাধাগ্রস্থ করেছে তাদের সঙ্গে জোট নয় হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কার ওজনগনের      প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে জোটবদ্ধ হবে না এনসিপি।দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, স্বতন্ত্র ভাবে যারা  সংস্কারের পক্ষে জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে তাদের আমরা নেবো। সংস্কারের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষের শক্তিগুলো আসতে চাইলে তাদের নিয়ে আমরা জোট করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, ২৪ জনগনের প্রত্যাশার  বিরুদ্ধে  অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপি’র কোন জোট করা সম্ভব নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর)সকালে  নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন , নির্বাচনী জোট বা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে এসেছি। আমরা সংস্কার ও জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সবসময় ছাড় দিয়েছি। জাতীয় ঐক্যমত ও সংস্কারের প্রশ্নে যারা আসতে চায় তাদেরকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার বিষয়কে আমরা ওয়েলকাম জানাবো।

তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণার কথা বলেছেন।

হাসনাত বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমাদের সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমরা দেখছি টকশোতে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল, কিছু পেইড বুদ্ধিজীবী আছে। যাদের ভাড়ায় খাটানো যায় তারা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুইদিনে তাদের কার্যক্রমে

  • শেয়ার করুন