প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫

জেলা প্রতিনিধি ঃ
জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ঝালকাঠিতে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মমিন উদ্দিন। তিনি এর আগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দ্বিতীয় ধাপে একযোগে ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঝালকাঠির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুরে নতুন ডিসি দায়িত্ব পাচ্ছেন।
এর আগে শনিবার মধ্যরাতে প্রথম ধাপে ১৫ জেলায় নতুন ডিসিদের দায়িত্ব দেওয়া হয়। ধারাবাহিক এই রদবদলকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।
এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঝালকাঠির জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আশরাফুর রহমান। ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হন।
ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক হিসেবে মো. মমিন উদ্দিন শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।